মানার মত নয়
তবু   মেনে নিতে হয়
মানছি না তা মনের থেকে
        এটাই বরাভয়।


হঠাৎ করেই ক্ষেপল পাগল
       লেলিয়ে দিল পাঁঠা
সারা দেশে জ্বলছে আগুন
       মন্দির প্যাগোডা।


সঙ্গে চলছে শরীর নিধন
শিশু কিংবা সোমত্ত জন
কে যে কন্যা ভগ্নি মাতা
        নিধন যাদের পণ।


ঘর পুড়ছে, ধড় পুড়ছে
দেবী বা তার গেহ পুড়ছে
জানি না কার মনে তাতে
শান্তি নামের ধারা ঝরছে!


ঠাকুর গাঁ কি গোবিন্দঞ্জ
নাসির নগর ঝিনাইদহ
রাঙ্গামাটি সুন্দরগঞ্জ
নেয়াখালী ভবদহ।


হঠাৎ কেন সারাদেশে
নামল মাঠে ক্ষ্যাপা
গরীব-গুর্বো অমুসলিমের
সঙ্গে কীসের হ্যাপা?


প্রশ্ন অনেক, জবাবও চাই
লাভ নেই চুপ থেকে
নির্যাতিতের রক্তে-ছাইতে
ভাগ্য নিচ্ছ এঁকে।


আর এঁকোনা ধূসর চিত্র
আঁকো সবুজ ঘট
সময় থাকতে সঠিক রঙে
রাঙাও চিত্রপট।


ঘড়ির কাঁটা পাল্টে গেলে
কেউ পাবে না ছাড়া
মুখোশগুলো পাল্টে যাবে
মুখই দেবে ধরা।


তখন কিন্তু চিনবে ঠিকই
অন্তরালে থেকে
কাদের পিঠে ভর করেছে
কাদের সামনে রেখে!


লাগাম টানো, জালটা ফেলো
বড়শি গিলে ডাঙ্গায় তোলো
সময় মতো ঢাকনা মেলো
        মুখোশ ছিঁড়ে ফেলো।


তা না হলে মরবে বাছা
পার পাবে না মোটে
তোমার জন্যে কফিন তৈরি
দেশের দৃশ্যপটে।


        হাওয়ার শব্দ শোনো
        দিন ফুরাবে জেনো
মন সেটাতে সায় না দিলেও
        সময়ের ডাক শোনো।


        বিজ্ঞ জনে কয়
        মরণে কী ভয়!
ভুল স্বীকার বা ক্ষমা চাওয়া
        নয় তা পরাজয়।


সংশোধনে শক্তি বাড়ে
ভুলের বৃত্তে সবাই হারে
আসল জেতা সঠিক পথে
        অনন্ত সে জয়।


১৮ নভেম্বর ২০১৬; শুক্রবার; ০৪ অগ্রহায়ণ ১৪২৩/ঢাকা।