একটা যদি হেথায় পড়ে হোথায় পড়ে একশ দশ
এই দেশটার মানুষ মেরে অন্য দশের কথা কস?
লাজ নাই তোর নির্লজ্জ, বিবেক রুচির দেখা নাই
যাদের ভাবিস সংখ্যালঘু তারাও গুরু বুঝা যায়?
লঘু হিসেব নির্যাতনে যাদের ঘরকে করিস ছাই
ভেবেছিস কি তাদের দেশেও রয়েছে তোর জ্ঞাতি ভাই
তারা যখন মারবে তাদের ঠিক যেভাবে তুই মারিস
কোন মুখে তুই এই আসরে নৃশংসতার বোল পাড়িস।
এখন থেকে এসব ভেবে নোংরা দিয়ে মাখিস গা
তোরচে’ বড় নোংরা মাখার মানুষ তোদের ছাড়বে না
তখন যেন মায়া কান্না আমার কাছে করিস না
এসব দেখে তখন বলব, মর শালা, ক্যান মরিস না!


না মুসলিম, না হিন্দু, সাঁওতাল বা বৌদ্ধ নয়
সবাই মানুষ রক্ত মাংসের, ধর্ম দীক্ষা পরে হয়
আর যদি হয় দখলবাজী, খুন-খারাবী, লুটতরাজ
অাল্লাহ্‌ তালা কেমন খুশি হবেন সেটা বুঝবা আজ
ভিন্ন দেশের জাতের মানুষ তোমার পাপে শাস্তিপায়
এসব দিয়ে খোদা তোমায় জীবনমুখী শিক্ষা দেয়
তোমার কাজে নাখোশ তিনি, ভীষণ রকম বিরক্ত
সময় থাকতে মানুষ হওরে তা না হলে ‘‘নীরক্ত’’
তোমার জন্য পরিণতি বানের মতো আসছে ধেয়ে
কেউ পাবে না রেহাই কোন নানান সুরে নামতা গেয়ে
ট্রাম্প মূল্‌কে, মায়ানমারে যা দেখছ কেবল শুরু
সাবধান হও, নইলে বুঝবা কে লঘু কে সংখ্যা গুরু।।


১৯ নভেম্বর ২০১৬; শনিবার; ৫ অগ্রহায়ণ ১৪২৩/ঢাকা।