সুবোধ বাবু যতই বলুন হৃদয় উজাড় করে
কাব্যকথা লিখতে পারি বলুন কেমন করে
ঘর পুড়ছে, পুড়ছে ফসল মরছে আমার ছেলে
মানুষ এখন বনের পশুর চেয়েও হিংস্র দলে
কলাপাতার ছাউনী দিয়ে বেঁধেছি এই ঘর
দেখি এসে কাড়ে কে জন এ পূর্ণিমার পর
কাটব আমন আমরা বামন জোছনা প্রহর নিয়ে
এই নবান্ন কাড়ছে যারা পুলিশ টাউট দিয়ে
তাদের জন্য আষাঢ় আসছে, শুনছি বানের ডাক
আমার জমীন আমার মতোই থাক বিরাণই থাক।


২৩ নভেম্বর ২০১৬।বুধবার।০৯ অগ্রহায়ণ ১৪২৩।ঢাকা।