নিভে যায় দিনের আলো
নিভে যায় চোখের জ্যোতি
নিভে যায় পুরনো আগুন
না নিভলে কী হবে ক্ষতি!


বেড়ে চলে ওপারের টান
বেড়ে যায় উপরের টান
ছেড়ে যায় মায়া মরীচীকা
ছেড়ে যায় সুর আর গান।


থেমে যাবে সব কথকতা
থেমে যাবে যত চলাচল
থেমে যায় সময়ের পথে
থামাটাই থাকে অবিচল।


এইসব গান পুরাতন
যত গাই সেই একই সুর
তবু গাই অমৃত মধুর
জীবনটা অমূল্য ধন।