ক্ষনেই যারে মন্দ বলি
ক্ষনেই তারে রাখি বুকে
মনের ভিতরে দ্বিধার ময়না
ধুকে ধুকে মরে।
তারে ছাড়া চলেনা ঘড়ি
অভিমানের শত ফুলঝুরি।
তারে করলাম মনের বন্ধু
তারেই দিলাম কায়া
পোশাক হইল জরিন গিলাফ
রুপালি পারের মায়া।
পাখি হইলা গহিন বনের
কি মোহ মাখা সে ডাক
বুকে লুকাও অচিন পাখি
ভুলে যেও যত রাগ।
চোখের কোনে জলজ ঘুম
গলছে বাসি কুমকুম
মায়ায় মায়ায় মন বাধি
ক্ষম, ক্ষম অপরাধি!
....................
মুহাম্মদ জহির উদ্দিন
১৬ জুলাই ২০১৮