হে সখী, কতনা ভালবেসেছি
হিয়ার উপর হিয়া জুড়েছি
নয়নের উপর দু’নয়ন
ভালবাসার আসিবে শয়ন,
কাঁদিবে তুমি আঙ্গিনার ধারে
মধ্যাহ্নে বায়স ডাকিবে সুরে
শূন্য থাকিবে ওই মেঠো পথ
ফুঁড়াইবে যবে কারো অপেক্ষা,
সখী,
ক্ষণিকের তরে ভালবসা এ
হারায়ে যাবে ক্ষণিকের পরে।


কতনা আদরে রঞ্জিত পদে
পদচিহ্ন আঁকা ঘরের মেঝে
কতনা আশা দিয়াছি তোয়ারে
লালপাড়ের অম্বরি জড়ায়ে,
শুভ্র আঁচলে ঢেকে দিবে স্বপ্ন
সিন্ধুজলে যাবে হারায়ে রত্ন
কোমল বদনে আসিবে ছাপ
তব শিরদাঁড়ায় আসিবে ক্লান্তি,
সখী,
ক্ষণিকের তরে ভালবসা এ
হারায়ে যাবে ক্ষণিকের পরে।


অচেনা গহনের পাখি জোড়া
একি বৃক্ষ মাঝে দিয়াছে ধরা
আনন্দে কিছু, কিচির মিচির
হঠাৎ কারো বক্ষে গরল তীর
থেমে যায় সব উৎসুক ডাক
ক্ষণিকের অতৃপ্ত মোলাকাত,
বহে সুর হারানো সমীরণ
ছন্দ হারা নীরব ঝর্নাধারা,
সখী,
ক্ষণিকের তরে ভালবসা এ
হারায়ে যাবে ক্ষণিকের পরে।