যৌবন সূর্য আজি দ্বিপ্রহরে পরেছে মেঘে ঢাকা
সময়ে অসময়ের ছবি ললাটে মোর আঁকা
অহংকারেরা শুষ্ক পত্রের মত মরমর স্বরে ক্রন্দনরত
বিশ্ব নন্দিত নেপোলিয়নের মত আজ আমি নির্বাসিত
পরাজিত রাজার মত আজ সময়ের হাতে বন্দি
আজ শুধু তোমার কাছে ভালোবাসার দাবি,
হে করুণাময় মোরে করুণা করো দুঃসময়ে আজি।
চেতনায় যত আছে ভয় সংকোচ দ্বিধা দ্বন্দ্ব
দূর করো সব কিছু, দাও জীবন নদে ছন্দ।
মেঘমালায় ছোয়াও শোক শানিত হাওয়া
বৃষ্টি হয়ে ঝড়োক আজি, বুকের কালো ধোঁয়া।
মনের যত বৃথা জঞ্জাল, বনের যত বাধা,
পায়ে ঠ্যালিবার দাও শক্তি, করজোরে সাধি,
হে করুণাময় মোরে করুণা করো দুঃসময়ে আজি।