শুধু বেঁচে থাকলেই একটা আকাশ চাই
মাঝে তার সাদা-কালো মেঘ চাই, সূর্য চাই।


শুধু বেঁচে থাকলেই এক পশলা বৃষ্টি চাই,
মাটির গন্ধ চাই, অরণ্য চাই, দিগন্ত চাই।


শুধু বেঁচে থাকলেই রূপালি একটা চাঁদ চাই,
জ্যোৎস্না চাই, জ্যোৎস্না দেখার সঙ্গিনী চাই।


শুধু বেঁচে থাকলেই একটা আশা চাই,
দুই মুঠো অন্ন চাই, এক পাটি ঘুম চাই।


শুধু বেঁচে থাকলেই দুই কলম শিক্ষা চাই,
দুই পাতা সনদ চাই, জীবিকার জন্য কর্ম চাই।


শুধু বেঁচে থাকলেই দীর্ঘ পথ ছুটে চলা চাই,
আপন বন্ধন ছিন্ন করে শুধু প্রগতি চাই।


শুধু বেঁচে থাকলে একটা ঘর চাই,
ঐ ঘরের ঘরণী চাই তার মুখের হাসি চাই।


শুধু বেঁচে থাকলেই বন্ধন চাই, প্রণয় চাই,
ভালোবাসা চাই, অধিকার চাই, অনধিকার চাই।


শুধু বেঁচে থাকলেই বন্ধুত্ব চাই, বৈরীতা চাই,
পছন্দ-অপছন্দ চাই, প্রাপ্তি-অপ্রাপ্তি চাই।


শুধু নিঃশ্বাস নিলেই চাওয়া থাকে, কামনা থাকে,
জীবনের অর্থ থাকে, জীবনবোধ থাকে।
না হয় সবই মোহ, সবই অর্থহীন।


২২/০১/২০১৮
আনন্দপল্লী, সিলেট