সমুদ্রের সেই অতল গভীরে,
আবার কখনও যদি দেখা হয়
সেই যে গ্রামের পারে তাল গাছের পাতায়
ঝুলন্ত বাবুই পাখির বাসাগুলির নীচে.......
কিংবা,
পড়ন্ত বিকেলে নদীর তীরে.......
কিংবা ওই দুরের  কৃষ্ঞকায়
সর্পের মতো অশ্বত্থ গাছের ধারে,
ওই বালুকাবেলায় বাগানের মধ্যে
প্রস্ফুটিত রক্তগোলাপের সৌরভে ও প্রতিটি
পাঁপড়ি গুলো তোমাকেই খুঁজে ফিরে চলছে........।
শুধু তোমাকে এক ঝলক দেখার আশায়।
হয়তো আবার বছর কুড়ি পরে
মুখোমুখি হবো,
চোখে চোখ পড়লেও.........
হয়তো আবার অজান্তেই সরিয়ে নেবে চোখ...........
খুঁজবে না আর তোমার মনের খুশির পরশপাথর
চোখ খানি রইবে নীরব নিথর
আবার যে যার পথে এগিয়ে যাবে পা দুখানি......
ছেঁড়া স্বপ্নের জাল পড়বে চোখের ছানি,
হয়তো কিছুটা এগিয়ে বুঝতে পারবে চোখ
নয়ন খানি ঝাপসা হয়ে যাবে
গাল গড়িয়ে নামবে অঝোর অশ্রধারা
আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে
আরও একটি বার নিজেকে বোঝাতে হবে.......
কিছু মানুষ.......
মনেতে ই থাকে.......
জীবনে নয়........।