পৃথিবী তোমার শেষ অন্তিম ক্ষণে
কেন মুখ ঢেকো হীন বসনে?
কেন এমন তোমার খেলা ?
সবাই কেন ম্লান হয়ে আসে ?
ধ্রুবতারা কাঁদে শূন্য আকাশে,
কেন নিদারুণ জ্বালা ?
কেন তুমি এত নীরব নিথর ?
ম্লান মুখে ফেরে ধূসর প্রান্তর,
কেন এই বেশ বাস ?
তোমার সৃষ্টি, তোমার বিধান,
ভেঙ্গে চুরে কেন হবে খান খান?
কেন এত পরিহাস ?
এই পৃথিবীর মানব সাগরে।
তোমার সৃষ্টি নিয়ম নিগড়ে।।
তুমিই পড়েছ বাঁধা,
তাই বুঝি আজ এত হাহাকার!
দারিদ্র তা বাড়ে চারিধার !!
বাড়ে মানুষের ক্ষুধা !
তুমি কি গো তবে অন্ধ বধির ?
দু চোখে তোমার বহে শুধু নীর !
পাখিরা দিয়েছে হানা।।
তবুও তোমার এ হীন জঠরে।
আর এক পৃথিবী তিলে তিলে বাড়ে ।।
জনম লোভিত কবে?
রাত্রির শেষে নতুন প্রভাতে ।
তোমার যা আছে কিছু হবে তাকে দিতে ।।
নবীন মন্ত্রে সেই শুভক্ষনে ।
জেগে ওঠো তুমি দীপ্ত নয়নে।।
জাগাও নতুন আশা ।।
সব হলাহল ঘুচল আবার।
মৃত্যুর দ্বার খুলে দিলো আবার।
দূর হোক অমানিশা।।