উন্নয়নের জোয়ারে যদি ঘরের দুয়ারে
জমে থাকে কোমর সমান পানি,
এদেশকে লস এঞ্জেলস, সিঙ্গাপুর ভেবে কি আর হবে ????
যেদেশে মহাসড়কের টাকা নিজ পকেটে নিতে
দিনদুপুরে চলে টানাটানি।।
.
উল্টোচ্ছে রিক্সা, সিএনজি গাড়ি
যে যার মতো দিচ্ছে পাড়ি,
ফাকা মাঠে ভাংছে জীবন্ত হাড়ি
হচ্ছে লাশ, নয়তো পঙ্গু
যাচ্ছে হাসপাতাল
নয়তো অন্ধকারের পোঁকা মাকড়ের বাড়ি।।
.
ভিঅাইপিরা থাকেন গুলশান বনানী
রাস্তার দুর্দশা ভোগেন জনগনে,
বছর শেষে রাস্তা বাজেটের টাকা
ভাগাভাগি হয় চামচাদের মাঝে
রাঘববোয়ালদের ২ মিনিটের ফোনে।।
.
একটি দুর্ঘটনাই ছিন্ন করে ভিন্ন পথে
ছুটে যায় অন্ধকারের পিছু,
বাবা- মা, বন্ধু স্বজন চেনা জানা আছে যতজন
খুঁজে বেড়ায় হারানো স্মৃতি
চায়নাতো অার অন্য কিছু।।
.
যে কিনা স্টেজ কাপায়
ভেংচি মেরে, এংচি ধরে
অন্যদের অনুপ্রেরনার কথা বলে,
উন্নয়নের ঠ্যালার রাস্তায় তার স্বপ্ন মরে
গাড়ির চাকার তলে।।
.
আর কত ঝরলে দেহ নড়বে টনক
ক্ষমতা হাতে যাদের,
দায় এড়িয়ে করবেন সম্মেলন
কসটেপ মেরে মুখে, করিয়ে দিবেন চুপ
টাকা দিয়ে তাদের।।