যখন আমি অধিকার চাইলাম
ক্ষুধার জালায় বন্য  ,
ছিনিয়ে নিতে চাইলাম অন্য  
জানোয়ার জানোয়ার বলে দিলে গালি !  


যখন নীরবতা ভেঙ্গে মুখের উপর উত্তর দিলাম
তোমাদের  মুখ  বাংলার পাঁচ
বাচাল-বাচাল  বলে পাশ কাটলে  ।


অধিকার দিবে না  ,নাই বাক স্বাধীনতা  
তোমাদের ই সব চাই ।  
তোমরাই সমাজের ত্রাণ কর্তা ।
আমাদের মূর্খ ,আতেল  ভেবে
করছো অবহেলা ।

ক্ষমতার বাড়া-বাড়িতে
বারছে অনিয়ম ,অরাজকতা  
বিচারহীনতায় খুনি পায় বেকসুর খালাস ।


তবুও তোমরা মুক্ত চিন্তার মধ্য মনি
আরালে –আবডালে করছো পকেট ভারি
চোর চোর বলে হাক দিলে
তোমরা  নির্লিপ্ত স্বাভাবিক !
মূর্খ,অসামাজিক বলে ...অট্টহাসি  


আমাদের নিষ্প্রাণ হাসি
নির্লোভ চাহনি ......।
তোমাদের ভাবায় না
ক্ষমতার দম্ভ তোমরা আজ অন্ধ
তোমরাই মূর্খ ,অজ্ঞ......।


ক্ষুধা নাই অভিমত নাই
আমারা ক্ষুদ্র দরিদ্র !
যার আছে ভূরি ভূরি
সে রোজ করে চুরি...!
তার কণ্ঠে জয়ধ্বনি
দেশ টা যেন তার নানা বাড়ি  !


ভাল থাকুক সত্য চিরকাল
কষ্ট সেতো জীবনের অর্ঘ্য !
এ পথ ধরেই আসবে
সত্য সুন্দরের আলো
ভয় নাই অরে  ভয় নাই
চল সামনে আগুয়ান !