শব্দ সংখ্যায় হাতে গোনা
বিসালতায় আকাশ ছোঁয়া ।
পার্থিব জগতের মহান সৃষ্টি
স্রষ্টার শ্রেষ্ঠ নিয়ামত মা ।
তাহার সমতুল্য আছে কিবা জগতে
মানব মনে অজানা ।
তাহার মায়ার সাগরে
ক্ষুদ্র সব সৃষ্টি
ভাসমান এক ডিঙ্গি ।
তাহার ভালবাসার মন আকাশে
মহাকাশের নক্ষত্র মন্ডলি
জ্বল জ্বল করা আলোক বাতি ।
তুমি আমার মন জুড়ে থাকা
ভালবাসার আবাস ভূমি ।
তুমি আমার প্রথম তুমি ই শেষ
জানে সব মন জানে ।
তোমার সাথে মোর
জন্ম জন্মাতের বাঁধন
চিরকাল থাকুক অটুট
তোমার আশীর্বাদে ।
আমি চির ঋণী তোমার ত্যাগে ।
তোমার মহিমায় উজ্জাল
আমার আধার সময় ।
তুমি চির নমস্য, মমতাময়ী
সৃষ্টি কুলের শির মনি
তোমার সৃষ্টি না হলে
অপূর্ণ থাকিত ধরণি ।
তোমার রাজি খুশি
মোর পুন্নি ।
তোমার মনে কষ্ট
মোর সব কর্ম হবে নষ্ট ।
বয়স যেন কারণ না হয়
তোমার অবহেলা ।
তুমি চির নমস্য, মমতাময়ী
সৃষ্টি কুলের শির মনি
তোমার সৃষ্টি না হলে
অপূর্ণ থাকিত ধরণি ।