বাক্স বন্দী মানুষ গুল শহর জুড়ে  
আস্টে-পিস্টে লেগে আছে এপিঠ- ওপিঠ ।
একটু খানি ফুসরত নেই বেস্ত্ সারা দিনমান ।
কংক্রিটের দেয়ালে সাটা  ঘড়ি টার নির্বাক আর্তনাদ  
না শুনার ভান  করে আনন্দে আত্মহারা
মানুষ গুল অভিনয় করে ভাল থাকার
আসলে কি ভাল থাকা যায় এভাবে ?  
নিজেকে সব কিছু থেকে বাদ দিয়ে
আত্নিয় পরিজন পরিবেশ প্রকৃতি ।
মন গুল কেমন যেন বক্সের মত  
বাহারি মোড়কে সজ্জিত
চৌকুন ছোট বাক্স ।
ছোট হতে হতে আরো ছোট হয়ে যাচ্ছে ।
নিজের বুঝ টাই সবার আগে
অন্যের বেলা জাইগা অপ্রতুল ।
আমরা বাক্স বন্দী মানুষ
বেচে থাকি নিজের জন্যে
অভিনয় টা আমদের বেস জানা ।