উত্তাল সাগরের সৈকতে দারিয়ে
ভাবছি নিজেকে নিয়ে।
মিলবে কি জীবনের সালতামামি ?
কি অদ্ভুত জীবন আমাদের
যার মরণে ও শেষ নাই
আমরা মরি, বার-বার মরি
তবুও হিসাব নাহি মিলে।
জীবন শুধুই ছুটছে বিরামহীন
পথ থেকে পথে গন্তব্যের খোঁজে।
জীবন সাঙ্গ হয় জীবনের নিয়মে
ছোট গল্পের মত করে
শেষ হয়ে হইল না শেষ ।
সাগরের জীবনটা ও  অদ্ভুত ।
কখনো উত্তাল,কখনো নিরব জলরাশি
আবার কখনো ক্ষিপ্ত ...
ভেঙ্গে চুরে করে একাকার ।
বহমান সাগর ছুটছে বিরামহীন
বিস্তীর্ণ জলরাশি র পরতে পরতে  
ভাঙ্গাচুরা র কত কল্প কাহিনী ।
তিরে দারিয়ে বুঝার জো নেই তার
সাগর মিসে মোহনায়
জীবন শেষ মরণে
ছুটে চলা অন্তহীন
শেষ হয়ে হইল না শেষ ।