অনেক ত্যাগে পাওয়া আমাদের মাতৃভূমি
সব বাধা পেরিয়ে চলছি বিজয়ের পতাকা হাতে
বিশ্ব অবাক তাকিয়ে রয় ,
বাংলা আজ বিশ্বের বিস্ময় ।
লক্ষ শহিদের রক্তে এঁকেছি আলপনা
স্বাধীনতা তোমাকে করব বরন  ।
কত – কত মানুষ , জাতি ,ধর্ম নির্বিশেষে
অপেক্ষা তোমার  ।
তোমাকে  আসতে ই হবে স্বাধীনতা ।
পলাশী গেল কটু চালে
নবাবের মুকুট হল চুরি
ফিরিঙ্গী দের পুতুল নবাব মিরজাফর
প্রতিহিংসার বিমূর্ত প্রতীক ।
স্বাধীনতা তোমাকে আসতে ই হবে ।
সাতচল্লিশ গেল ......।
বাহান্ন টালবাহানা ...ভাষা নিবে কারি ।
ওরা হায়েনার দল রক্ত চোষা পাকি ।
মাগো আমি শত্রু চিনি
তুমি ঘুমাও নির্ভয়ে ...।
সালাম,বরকত,রফিক ,জব্বার আরও কত...
ওরা তোমারই সন্তান ।
দিল প্রাণ ......
তোমার মুখের কথার লাগি ।
ওরা বির , ওরা তোমার শ্রেষ্ঠ  সন্তান ।
স্বাধীনতা তোমাকে আসতে ই হবে ।
পাকিদের অন্তিম লগ্ন একাত্তর
হায়নার দল রক্তের নেশায় বধ্য উন্মাদ
পাখির মত মানুষ মারছে
ধ্বংসের উল্লাসে ভারি বাতাস
তবুও শেষ রক্ষা হয়নি
ধূর্ত শেয়াল কুকুরের মত লেজ গুটিয়ে
পিছন পথে গেল বাড়ি ।
স্বাধীনতা তোমাকে আসতে ই হবে ।
মাগো তুমি ঘুমাও নির্ভয়ে
আমরা শত্রু চিনি......।