কবিতা টা এখনো হয়নি লিখা  
মাঝখানের দুইটা লাইন মনে পরে গেলো...।
শহরের বুকচিরে ইটের বাক্স গাঁদাগাদি
তার ই একটাতে আমি থাকি।
কবিতাটা এখনো হয়নি লিখা
তবুও মাঝখানের দুইটা লাইন বলছি!
রোজকার মতো গোঁধূলি লগনে
ফ্ল্যাটের পূর্ব দিকের বেলকুনিতে দাঁড়াই এসে!
চোখটা ঘুরিয়ে এপাশ ওপাশ দেখি
জানালার ফ্রেম গুলো ঝুলছে!
ফ্রেমের ভিতর প্রতিদিন নতুন ছবি।
উঁচু উঁচু ফ্লাট বাড়ির উঁচু উঁচু ছাদ
যেন এক এক টা মঞ্চও...।
রোজ ভিন্ন ভিন্ন নাটকের দৃশ্য!
আমার কিন্তু বেশ লাগে...।
দিনের আলো নিভে গেলে
আমার মনেও আঁধার নামে
আমি ফিরে যাই রোজকার মত
পুরোন ঠিকানায় নতুন করে !  
বিছানায় শরীরটা এলিয়ে
হারিয়ে যাই ভাবের দেশে একলা মনে !