মধ্যরাতে মায়াবিনী চাঁদ
আকাশে জ্বলছে  একাকী
মায়াবী আলোয় মন আজ উদাসী ।
ফুটপাথ ধরে জস্না হাটে
বিলাসী সময় গুলো অলস কাটে
ভোর আসবে বলে
চাঁদ নিয়েছে ছুটি
সূর্য দেয় উঁকি ।
সুখ কত দূর ...
কষ্ঠের দীর্ঘশ্বাস ।
জীবন জানে মৃত্যু আসবে
তবুও বাঁচার আকুতি ।
মধ্যরাতের আধারে জস্না হাটে  
পথ থেকে পথে ।