বন্ধু আজ চলে গেছে আমাদের ছেড়ে, সঙ্গী ছিল শুধুই বিতৃষ্ণা,
মৃত্যুর সাথে সওদা করে, জীবনের প্রতি এনেছিল সে ঘৃণা।
বন্ধু বড়ই সরল ছিল, চাহিদা শুধুই হকের,
হকের চাহিদা পূরণে ব্যার্থ সে আজ,তাই সেগুলো আজ সখের।
হাসত সে সব সময় , আমাদের ভেঙে পড়ায় হতো শিরদাঁড়া,
সে আজ যখন ভেঙে পড়েছে, হয়েছে আকাশ তারা।
তাই তো তাকিয়ে আকাশের দিকে, প্রশ্ন অনেক জমা,
কেন করলি রে ভাই আত্ম হনন ? কেন সমাজকে করতে পারলি না ক্ষমা ?
ভাবলি শুধু তাদের কথা,যারা দিয়েছে ছুড়ে ফেলে,
ভাবলি না একবার আমাদের কথা,চলে গেলি না বলে ?
থাকতে পারে অনেক ক্ষোভ,হতে পারে তোর সাথে অন্যায়,
আমরা যদি ভুল বুঝেও থাকি,সেটাও তো বন্ধুত্বের অধিকারের ন্যায়।
মারলি না কেন চড়  তুই ,ধরলি না কেন জড়িয়ে ?
বন্ধুরে  তুই,সবার আগে,সব ভুলে, দিতাম আমিও হাত বাড়িয়ে।
জানিস, তোকে অনেক কথা বলার ছিল,হোতে চেয়ে ছিলাম আগের মতো হালকা,
সুযোগ দিলি না বন্ধু আমার, আরও ভারি করলি ব্যাথাটা,
স্বার্থপর খুব তুই, সত্যি স্বার্থপর ,ভাবলি শুধু নিজের কথাই,
বন্ধু বলে ডাকছি এতবার,একবার তো ফিরে আয়।
কিরে শুনতে পাচ্ছিস না, নাকি গেছিস আমাদের ভুলে ?
কত স্মৃতি আছে বলতো স্কুল পালানো, ক্রিকেট খেলার ছলে ?
বুঝতে পেরেছি দিবি না উত্তর,এখন তো তুই অনেক দূরে, শুনতে পেয়েও পাবি না শুনতে  কথা,
অপেক্ষা করিস, একদিন তো যেতেই হবে,সেদিন কিন্তু পারবি না আর পালাতে,তোকেই সরাতে হবে এই ভারি বোঝার ব্যাথা।