বর্তমানে, মানুষের কাছে সময়ের বড় অভাব।
তাই বদলে ফেলেছি নিজের চারিত্রিক স্বভাব।
এখন থেকে তাদের সময়ের গুরুত্ব দেব আমি।
অনুভূতি নয়,এখন কৃত্রিম হাসিই অনেক দামি।
তাই আর হতে চাই না, কারোর বিরক্তির কারণ।
এখন অহেতুক আন্তরিকতায় বিবেক করে বারণ।
কথা বলার একটু আন্তরিক ইচ্ছায় আমার আমন্ত্রণ।
আজ কি শুধু কর্তব্যের জন্যই, অভ্যাসে মুঠোফোন?
কারোর প্রতি নেই কোনো দাবি,জানি নেই অধিকার।
আমার পরিবর্তন সবার জন্য,নয় যে শুধু তার।
যার জন্য আমার আবেগ, খোলা মনের দ্বার।
আমার সাথে কথা বলাই হালকা মনের ভার।
অস্তিত্ব সঙ্কটে দেখেও,আমার নেই কোনো ভয়।
কারণ,কোনো অস্তিত্বই,চরম স্থায়ী নয়।
কালের নিয়মে আমার থেকে তার।
এ যেন শুধুই হাত বদলের কারবার।
বিশ্বাস করি আমি,আমি থাকব আমার মর্মেই।
পৃথিবীর বুকে স্পষ্ট ব্যক্তিত্বের প্রকাশের চরমেই।