ছোট ছোট স্বপ্ন চোখে
কাঁটাতারের আড়াল বুকে
ক্লান্ত সবুজ মুখে, ওই কারা চায়,
কেউটে মাথায় মণি
মিথ্যের ঋণে ধনী
মরুতে শিশির গণি, আশা করে যায়।
বিধাতা মানুষ তার
অন্ন জলে একাকার
স্মৃতি খোঁজে দরিয়ার অবাধ লেনদেন,
কখনও হারায় হায়
অতীতের কিনারায়
এই বুঝি ছেড়ে যায় বিকেলের ট্রেন।