আরও কিছু বলার ছিল
বলা হয়ে ওঠেনি।


তোমার হয়তো মনে আছে
আমাদের একসাথে কাটানো দিনগুলো,
হয়তো মনে আছে ওই করতাল বোল,
হয়তো বলতে পার না,
হয়তো বা বলা হয়ে ওঠেনি।


তোমার হয়তো মনে আছে
আমাদের দুজনের কফিকাপ আড্ডা,
হয়তো মনে আছে লাইব্রেরী প্রেম,
হয়তো মনে আছে ফুটপাত গল্প,
জীবনবিতান বাগবাজার ঘাট,
গিটারের রঙ আর অব্যক্ত কিছু সুর,
কিন্তু বলতে পারনি,
হয়তো বলা হয়ে ওঠেনি।


আমরা কেউ ভুলিনি, ভুলতে পারিনা
সময়ও থেমে থাকেনি।
তুমি নেই আমি নেই,
কত কিছু অধরা থেকে গেল শুধু।
আমিও বলতে পারিনি, তুমিও না।
আরোও কিছু বলার ছিল,
বলা হয়ে ওঠেনি।