তোমরা বলো ফারাকের কিছু নেই
সবটাই মনগড়া গল্প
রাস্তার রঙিন আলোয় চোখ ঝিলমিল
সকলেই ছুটে চলে ক্ষুদার পিছনে।
আমি ভুলে যাই, ওরা খেতে পায় না
ওরা ইট বয়, রান্না করে, বাসন ধুয়ে দেয়
"ওরা কাজ করে"।।
তোমরা শিক্ষিত মানুষ, তোমরা বোঝো
তাই হয়তো তফাৎটা রেখেই দাও,
সত্যিই তো, কোনো ফারাক নেই
তফাৎ নেই, শুধু আছে শিক্ষা।
ওরা জানে লালন ফকিরের গান,
সত্যে মায়া আর মায়াতে সত্যি,
তবু লোভ হয়, যদি এ আয়না যেত ভাঙা।
ভোরের আলোর সাথে কোনোদিন
যদি বিপ্লব আনে ভাষা।
"এসো যুগান্তের কবি"
তবে সত্যি হোক, তোমার মৃত্যুর করতাল!