বৃষ্টিতে নৌকা ভাসাই দারুন লাগে,
সস্তার স্বপ্ন দেখি একনাগাড়ে
কফি কাপ কবির আলাপ বুকের মাঝে,
তুমি আর কোথায় পেলে সেই আমাকে?
ময়দান ভিক্টোরিয়া কলেজেস্ট্রিটে,
কাটাই যত সময় ছিল ব্যালকনিতে
গিটারের একটা তারে সুরের জালে,
তুমি আর কোথায় পেলে সেই আমাকে?
শহরের ধোঁয়ার ভিতর ম্যাজিক সাজে,
মুগ্ধ হতাম কত রাজকুমারেই
জানলার বাইরে আকাশ তারার খোঁজে,
তুমি আর কোথায় পেলে সেই আমাকে ?
আঙুলের এক ইশারায় দিন যে কাটে,
রাত জাগি ফোনের স্ক্রিনে মেসেজ পড়ে
ছাদের ওই শীত দুপুরে ক্যারাম বোর্ডে,
তুমি আর কোথায় পেলে সেই আমাকে?
ইতিহাস রোজ পাল্টায় সবাই জানে,
আমিও যাই ভেসে যাই সে ঢেউ তালে
রাখালের বাঁশির আওয়াজ পরম সুখে,
তুমি আর কোথায় পাবে সেই আমাকে ?