মেঘলা আকাশ বৃষ্টি হলো খুব
বুকের ভিতরে ইতিহাস নিশ্চুপ।
স্মৃতির সামনে নতুন অনেক মুখ,
দেনা পাওনার হিসেবের বহুরূপ।
তোমার কাছে হাজার শর্ত কই?
খোলা চোখেও হারাতাম নিশ্চই!
একলা দুপুর কৃষ্ণচূড়ায় লাল,
চিঠির জবাব ফেরত দেব কাল।
রোদ পোহাতে ছাদের উপর কে?
নীলাঞ্জনা তোমার প্রথম প্রেম।
অমরত্বের ভাগটা কজন পেল?
আমার প্রিয় রোমিও না ওথেলো?
যে যাই বলুক, ক্লাসমেট বলে কথা,
পড়ার সাথে এ কেমন সমঝোতা?
শরৎ তোমার অঙ্কে কেমন পেত?
বন্ধু না হলে আর কিছু হওয়া যেত?
প্রশ্ন জমে মনের মধ্যে মেঘ,
কাগজের ওই নৌকা ভরা আবেগ।
নৌকা ভাসে ? অনেক দিন তো হলো,
কিছু গল্প অজানাই থাকা ভালো।
বৃষ্টিতে তাই আজকে ভীষণ সুখ,
বদলে গেছে ' সেই ' আমাদের মুখ।
আমার নামে তোমার একটা ডাক,
কিশোর আলাপ বইয়ের ভাঁজেই থাক।