নিদ্রাহীন নিঃঝুম রাতে
সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে
ছবিটা যখন ভেসে আসে,
মেঘে মাখা চাঁদ-টা তখন,
মাঝ গগনে উঠে এসে,
কাজল মাখা কালো চোখে
ইশারা করে,
জানলা দিয়ে হাত বাড়িয়ে
একরাশ জ্যোৎস্না দিয়ে আদর করে l
আনন্দে আত্মহারা
কল্পনায় মাতোয়ারা
মনটা বলে ওঠে,
চল,
সুখ-স্মৃতি-র ভেলায় চড়ে
অতীত-আকাশটা পারি দিয়ে
চাঁদ-টা একবার ছুঁয়ে আসি l
খুব জানতে ইচ্ছা করে,
আমার চাঁদ-টা কি,
সেইরকম-ই আছে ?
৩১-৭-২০