আজ আমি পথ হারিয়েছি
কোন অজানা পথে,
আলো আমার নিভিয়ে দিতে
কে আসছে ওই রথে ।
আমার এখন বোজেনি চোখ
নেভেনি কোনো আলো,
তবে কেন আমায় নিতে
আগুন তুমি জ্বালো ?


অনেক হলো আঁধার এলো
নয়ন বলে, পলক মোদো;
আমি বলি ওগো নয়ন,
একটু সবুর করো ।
আমি যে অনেক আশা নিয়ে
রয়েছি তাহার পথ চেয়ে,
চোখের দেখা দেখলে ওগো
বন্দি আমায় কোরো ।


যাকে আমি দেখব বলে
নয়ন মেলে র‍‌ই,
ওগো নয়ন একটু দেখো
আমার স্বপ্ন ক‌ই ?
তোমায় আমি সঙ্গে নেবো
বানিয়ে দেব স‌ই,
নয়ন মনি করে দেব
যদি ধরায় র‌ই ।


যা চাইছো তাই পাবে
আঁধার যখন মাঝে রবে ।
হৃদ মাঝে প্রাণ থাকলে
আমি খুঁজে দেবো তবে ।
তুমি যখন একলা হবে
মর্ত‍্যপ্রীতি ভুলবে যবে ।
তোমার তখন সঙ্গী হবে
ঘৃত কাষ্ঠ অগ্নি যম ।