পথ নেই পথিক ও নেই
থেমে গিয়েছে সকল যাত্রা --
নিঃশ্বাসের স্তব্ধতায় ।
শোনা যায় হাহাকার
চোখে জল নেই, পাষাণ হয়েছে সব ।
বিষাদগ্রস্ত বিদীর্ণ হিয়া
তরঙ্গের ন্যায় কম্পিত, রাত জাগা ---
মিছে রাত জাগা !
বুলেটের শব্দ, বুটের আওয়াজ ,
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কালো রক্ত ,
সঙ্গী শুধু রাইফেল, বুলেট
অশরীরী আত্মা ,
শায়িত শান্তির শব , ধর্ষিত গণতন্ত্র ।