আকাশের তারা গুনে যাই
ভাত নাই ভাই, ভাত নাই
সময় কেটে যাবে এইভাবে ,
তারা গুনে গুনে ।
একটি তারা দুটি তারা তিনটি ---
আর কত ? অসংখ্য আছে ,
কিন্তু ভাত নাই ।
এ যেন "ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময়"
ক্ষুধা আছে তো কি হয়েছে ?
ঘুমিয়ে পড়ো ;
ক্ষুধা মরে যাবে ।
কাল না হয় আবার গুনো
চারটি তারা পাঁচটি তারা ছয়টি ------
সময় পেরিয়ে যাবে ।
আর কতদিন সহ্য হবে ?
ক্ষুধার জ্বালা বড় বিষময়
যতদিন না মনে হবে --
"পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি"
ততদিন-------
যতদিন না এই বুভুক্ষু মানুষের আর্তনাদ
সমাজের চোখে পড়ে -------
কঙ্কালসার দেহ কঠোর হৃদয় কে
তরল করে -------
রক্তচোষা স্বার্থান্বেষীদের
মানবিকতাবোধ জাগিয়ে তোলে
ততদিন -----
আকাশের দিকে চেয়ে
তারা গুনে যাও।
                 ---------------
15/08/2018
11.55