সভ্যতার বিবর্তনে কালের আবর্তনে
আমি দীর্ঘ পথ পেরিয়ে, হৃদয় বন্দরে
দেখলাম .........
গরাদের জানালায় গোলাপি রং ছেয়ে গেছে।
নীহারিকা দাঁড়িয়ে একা,
সিঁথিতে সিঁদূর তার হাতে জোড়াশাখা।
অপলক মূর্তি মতো চোখেতে রেখে চোখ বলছে.......
কেমন আছো তুমি ? কতদিন পর দেখা !


আমি বাস্তুহারা বললাম
একজীবনে কতটাই বা ভালো থাকা যায়,
আর কতটাই বা মন্দ থাকা যায়।


আমি ততখানি ভাল আছি,
যতখানি স্বপ্ন মুঠো ভর্তি করে দিয়েছিলে নিহারিকা।
আজ স্বপ্ন নেই; কিন্তু, তার ছায়া আজও আছে হৃদয় মন্দিরে
ভালোবাসা আর ভালো থাকার নিরন্তরে।