ফুরিয়ে এলো উৎসবের আমেজ
আমার শার্টের কলারে ভীড় করেছে লজ্জা এসে
তোমার ঠোঁটে এখনও দামী লিপস্টিকের বিদ্রুপ।
একটি দিনের ঈদ চলে গেলে পরে-
সেই দামী সময় এসে ব্যবধানের হাতে ব্যাগ ধরিয়ে দেয় রোজকার মতো
যাদের কাছে বিশেষ কোন দিন নেই, সিদ্ধ ডাল-আলু-চালের মতো জীবন।
তারাও হেসে বলে-কি হবে মেখে উৎসবের রঙ?
তোমার জানালা ডানায় স্মৃতিবিস্মৃতির স্লাইড শো
আমার ভাঙ্গা ঘরে ফ্রি-তে মিলছে চাদের পানাহার।


সেই কবে, শৈশবে; বুঝেছিলাম ব্যবধান এক বড় আয়না, পৃথিবী সেরা!
পড়েছিলাম কবি রজনীকান্তের কবিতায়-
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে,
তুমি কতো কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে।