আমি এক গামলা
শান্তি কিনতে চাই,
আছে কি কেউ,
বিক্রি করার?


টাকাতে নয়,
কিনতে চাই মনের বিনিময়ে,
বহু প্রাচীন বিনিময় প্রথাতে।


জানি-
বিনিময় প্রথা উচ্ছেদ হয়েছে
অনেক আগে,
মুদ্রা উদ্ভাবনের কালে।
আমি সে প্রথাকেই
চাইছি ফেরাতে,
মনের বিনিময়ে -
এক গামলা শান্তি কিনে।


আমার মনে কোনো খাদ নেই,
কষ্টিপাথরে নিতে পারো যাচাই করে।
বলতে পারি বড় মুখে-
এমন মন আর পাবেনা,
কোথাও তালাশ করে।


তাই নিশ্চিন্তে করতে পার বিনিময়,
আমি দাবি করব না -
আকাশ সমান শান্তির।
আমি চেয়ে নেবো-
শুধু এক গামলা শান্তি।।