অধীনতার শিকড় জড়িয়ে ধরেছে
মাটির শরীর পুরো আপাদমস্তক।
আজন্ম পাপে অর্জন বুঝি এ দস্তক।


শুষে নিয়ে শরীরের শেষ অন্তঃসার
পরজীবী স্বাধীনতা আজ ওষ্ঠাগত।
সে আসে আবার চলে যায় দিয়ে ক্ষত।


এ বিকল অবিকল মাটির প্রতিমা
পড়ে যায় জমিনের সমতল পটে।
ভাবি এ করুণ দশা আছিল ললাটে।


কীটাণুরূপী শাসক শোষণে নিযুক্ত;
একি কুড়ে কুড়ে খাচ্ছে এর পরিশিষ্ট।
অবিলম্বে চেটে-পুটে নিলো অবশিষ্ট।


মুহূর্তেই নাশ হলো অবসন্ন সত্তা
যেন ছিলনা কখনো পৃথিবীর 'পরে।
এই ইতিহাস ওরা ভুলবে- ঢেকুরে।


প্রতীকী শকুন আজ নেই; বহুদূরে
তাঁর নির্বাসন; আছে কিছু উন্মাদনা।
আছি আমি, তুমি আর সামান্য সান্তনা।



অক্ষরবৃত্তে চতুর্দশমাত্রিক কবিতা
রচনা - ২৫/০৮/২০২১ ই.