গভীর ঘুমে মগ্ন আমি, মাথার নিচে বালিশ,
স্বপ্নেও দেখি শান্তি নেই, শুনি আত্মার নালিশ।
ধনী আমি, আমার মতো আর কেউতো নেই;
চোখটা যদি লাগে একটু তাতেও শান্তি নেই।
জেগে থাকি আরোর আশায় সবকিছু পিছে ফেলে,
চিন্তা আমার প্রতিটি ক্ষণে সব বুঝি গেল গোলে।
সারাদিন ঘুরে, সারাদিন ধরে কত টাকা যে মারি,
সকল কিছুর ওস্তাদ সে যে আমার ঘরের নারী।
কত টাকা মেরে তুলেছি দালান, তুলেছি অট্টালিকা,
কত টাকা আছে সুদে লাগানো, আর ব্যাংকের টাকা।
সবখানে শুধু টাকা আর টাকা, তবু নেই কোনো শান্তি,
তন্দ্রার মাঝে ভাবনা ওঠে বাড়ে ফের সেই ক্লান্তি।
স্বপ্ন দেখার সাধ মিটে গেছে, হারিয়েছি সুখ নিদ্রা,
বেড়েছে টাকা, বেড়েছে অশান্তি, বেড়েছে মোহনিদ্রা।