প্রবাহমান অক্ষরবৃত্তে চতুর্দশমাত্রিক কবিতা


আজও দোয়েলের গান শুনে ঘুম ভাঙে;
শুধু গানে সুর মেলায় না লাল কেশে
চিরচেনা শৈলীতে খোঁপা বাঁধা ভোরের
মোরগ। কাক অকপটচিত্তে ডেকে যায়
ভোজনসঙ্গী শকুনকে একটি মৃত কুকুরে
ভাগ বসাতে। প্রতিবেশী শকুন আজ
বহুদূরে; থাকে নিরুত্তর। শুভকাজে
টিকটিকি আর ঠিক ঠিক সায় দেয় না।
ঝিঁঝিঁর কণ্ঠে অদেখা অপেরা দেখার
সেই সাধ জাগেনা জোনাকিদের ছাড়া।