নেই করোনা আছে করোনা
শুনছি কতো কথা,
এমন দেশে বাস করি ভাই
জন্ম আমার বৃথা।


কেউ বলছে লোকডাউন
চলুক সারা মাস,
কেউ আবার বাজায় গান
শুরু পৌষ মাস।


কারো কথা ঘরে না আর
বাহিরে চলুক কাজ,
নইলে দেখবে ধ্বসে পড়বে
সোনার বাংলার রাজ।


মহামারী আজ সারা বিশ্বে
মহান প্রভুর গজব,
আমার দেশে এসব নিয়ে
রাতদিন শুধু গুজব।


নেই কিট নেই করোনা
এই নাকি নীতি,
রাস্তা ঘাটে যায় না দেখা
করোনা নিয়ে ভীতি।