দালালি শিখবে দালালি?
দালাল দেখবে দালাল!
এক চিমটি দালালি দেখো!
না! এক চিমটি নয়!
পূর্ণ হস্তি অবয়বের দালাল!


এখানে এসো! এই জনপদে!


যে ছেলেটি রাতকে রাত বলে জানতো
অন্ধকার দূর করে
আলোর ফোয়ারার সন্ধান দিতো,
অমবস্যায় ঘেরা জনপদকে।


সে এখন বলে অমাবস্যা কই?
এখানে তো রাতই নেই!!
প্রভূদের নষ্ট বিবেকের অসহনীয় বর্বরতা
রাত বিলোপ সাধনে রত
জনতার অস্বাভাবিক মৃত্যু
ছেলেটিকে দালাল করেছে।
নষ্ট প্রভুদের পদলেহনে তার শ্বেতশুভ্র জিহ্বা
কুত্তার লোল পড়া জিহ্বা হয়েছে।


যে ছেলেটি আধার টুটিতে
জীবন দানকে শাহাদাত বলে
অন্ধকারে নব জীবনের আলোকিত সূর্য
বেঁচে থাকার অর্থ বুঝাতো,
মুষড়ে পড়া জনতাকে
জাগিয়ে তুলতো!


সেই ছেলেটি জীবিত মুর্দা হয়েছে!
দালালি শিখবে দালালি?
দালাল দেখবে দালাল!


এখানে এসো! এই জনপদে!