দক্ষিন হতে পানির স্রোত
আসছে খুবই তেড়ে
এত পানি এত তুফান
মাটি যাচ্ছে গেড়ে।


ভয়ে বুক থরথর
কান্নায় প্রাণ ভারি
একটু পরেই যত স্বজন
সবাই যাবে ছাড়ি।


বিভীষিকা নগর জুড়ে
হায়!! হায়! যত ধ্বনি,
সব কিছুই গ্রাস করিলো
পাতাল পুরের খনি।


কেউ সাথে নেই, সব ছেড়ে
একলা মুত্যুর পথে,
ভাসছি আমি কাঁদছি আমি
জলধারার ঐ রথে।


স্বপ্ন এটি নিশি রাতের
দুঃস্বপ্নের বাড়ি,
মনটা চায় যায় হারিয়ে
সব কোলাহল ছাড়ি!