ছোট্ট পা আর ছোট্ট হাত
মিষ্টি মুখে হাসি,
দুষ্ট ভরা হৃষ্ট মুখ
বড্ড ভালোবাসি।


চন্দ্র পাড়া আলোর সাড়া
সূর্য পড়ে নুইয়ে,
এলো মন উতলা তখন
থাকি তোমায় ছুয়ে।


ফুল পরীরা হয় দিশেহারা
ডানার পরশ নিয়ে
কুসুম ডালি দেয় ঢালি
আদর সোহাগ দিয়ে।


পাখি উড়ে আপন সুরে
তোমার কণ্ঠে মিলে,
খুশির ধারা ঝর্ণা ধারা
উঠলো বাবার দিলে।


কষ্টের নদী উঠে যদি
আরো একটু ফুলে,
সব বেদনা আর রয়না
কোলে নিলে তুলে।