আমার মন ভালো নেই,
তোমার মন ভালো নেই,
তার মন ভালো নেই,
মহল্লার মন ভালো নেই,
গ্রামের মন ভালো নেই,
এর পর থানা , জেলা,
এই দেশ, এই পৃথিবী,
কারো মন ভালো নেই।


ভালো শুধু তারা,
যারা ভাবে শুধু নিজেকে,
নিজের আত্মতুষ্টিকে যারা
জগত ভাবে , তারা ভালো আছে।


আমি কষ্ট ভুগছি,
মানুূষের কষ্টের জন্য,
মানুষের রোগের জন্য,
মানুষে একাকিত্ব আর
ভয়ানক সময়ের জন্য।


আমি কষ্টে আছি ,
মানুষের মৃত্যুর জন্য
মানুষের আর্তনাদ ও
দিন-রাত অধারের জন্য
কষ্টে আছি,
আপন জনের মৃত্যুর জন্য।


একটি সকালের মৃত্যু
উত্তপ্ত এই রোদেল দুপুরের মৃত্যু
গোধূলীর এই বিকালের মৃত্যু
সন্ধ্যার তারাদের মৃত্যু
রাতের নিরবতার মৃত্যু।


পাশের সব প্রাণগুলো মু্‌ক্তি পাক
পাশের সব মানুষ মুক্তি পাক
তারপর আবার মন ভালো হবে
আকাশের দিকে তাকাবো।
সবুজের সাথে গল্প হবে।


আবার প্রাণ ফিরে পাবো
এই প্রাণের মাঝে।