পিনিকে ধরা জাতি আমরা
পিনিকেই সব শেষ,
ঘটনার পর ঘটনা ঘটে
পিনিকের থাকে রেশ।


বিড়ির পিনিক বাবার পিনিক
পিনিক সফলতার,
অন্যের পিনিক নিজের পিনিক
পিনিক আছে সবার।


ধর্মের পিনিকে বিভক্ত জাতি,
পিনিকে ধরে কুরআন,
ভাই মরলেও সেই পিনিকে
দেই না তো তাই কান।


মরছে মরুক পিনিকে মরুক
আমার পিনিক সঠিক,
পিনিকের কাছে জাতি অন্ধ
পিনিক শুধুই পিনিক।


জুব্বাই পিনিক টুপিতে পিনিক
পিনিক মরার পরেও,
পিনিকে দেখি অন্যের দোষ
থাকলে পিনিক ঘরেও।


আমরা হলাম পিনিক জাতি
পিনিকেই পাই আরাম,
পদে পদে পিনিকে থেকেও
অন্যের পিনিক ব্যারাম।