ভাঙ্গা রাস্তায় চড়ে রিক্সায়
অনেক দিন পর চেনা শহরটায়
যেতে যেতে পথে হয়ে গেল দেখা
চেনা চেনা লাগে তবু চিনি না-
দেখিনি কখনো আগে।


কি রূপ তার হরিণের মতো আখি;
দুধের মতো গায়ের রূপ শিমুলের মতো হাসি ।


চোখে চোখ দিলাম , মেয়েটির আর চোখে
হাজার হাজার ফানুস উড়ে গেল বনে।


এই একটি দেখাই প্রথমবার, শেষ বার
যেন শেষ জোছনায় অবাগিনির পাশে কেউ নেই আর।


তোমাকে দেখা স্মৃতি থেকে হাজারো গল্প হতে পারে, গান হতে পারে ।
তোমার জন্য দু'টো লাইন রেখে দিলাম
যেন বহুদিন পর পরে মনে।


"আমি মেঘ ছুটে গিয়ে যেন তোমাকে ছুলাম,
ইতিহাস হলাম।"