শীতের প্রথম ভাগ।
কুয়াশা ঢাকা চারদিক।
ছুটির দিনের অলস সকাল।
কত কথা মনে পড়ে!
সেই গ্রাম, মাঠ, নদী।
হলুদ ধানক্ষেত।
ধান কেটে আটি বেঁধে বাড়ির উঠানে রাখা।
রাতে ধান মাড়াই।
ঢেঁকির শব্দ।
দাদীর সাথে মা আর চাচীদের গল্প।
মোটা কাঁথামুরি দিয়ে আগামীর স্বপ্নে রাতের ঘুম।
খেজুরের রস, গুড় আর মুড়ি।
নতুন চালের পায়েস।
সকালের নরম রোদে
বাড়ির আঙ্গিনায় গল্পের আসর।
কতক কিশোর কিশোরীর
চেচিয়ে পড়া তৈরি।
কুয়াশা ভেজা ঘাসের উপর
দুরন্ত ক্রিকেট।
কখনো গোল্লাছুট, দাড়িয়াবান্ধা।
আত্মীয়-স্বজন।
বেড়ানো।
শীতের পিঠা।
আহা! কি সব দিন।
সোনাঝরা সব দিন।