আমি চিরদিন ভালোবেসেছি বাংলার গ্রাম,
আমি যেন আমাকে চিরসবুজে হারালাম।
জন্ম আমার ধন্য হলো এই বাংলায় -
আমি জীবন দিয়েছি সঁপেছি এর মায়ায়,


সবুজ দিগন্তের কোলে,ওঠে রবি ভোর বেলায়,
আবার সন্ধ্যা বেলায় অস্তপারে হারায়।
এখানে ভোরে ডাকে মোরগ দোয়েল পাখি,
তাদের ডাকে মেলে আমার দুটি আঁখি।


দিগন্ত ঘেরা সবুজ প্রান্তর,আর জলাভূমি।
পথ, ঘাট, মাঠ রয়েছে যার চরনচুমি।
ভরদুপুরে নির্জনে একাকী ঘুঘু ডাকে,
ফিঙ্গে বসে থাকো বৃক্ষের উঁচু শাঁখে।


শঙ্খচিল উড়ে উড়ে ডাকে করুন সুরে,
বিকাল বেলা ধবল বক আপন মনে ওড়ে।
জোনাকি জ্বালে আলো রাতের মায়ায়,
নিশিথে ডাকে পেঁচা নিঝুম নিরালায়।


আমি লিখি কাব্য আপন মনে,জপি নাম,
ভালোবাসি,ভালোবাসি,আমাদের গ্রাম।