নিবিড় ঘুমের ঘোর ভেঙে গেছে আজ
          জেগে দেখি উত্তাল পৃথিবী,
রণ ডঙ্কা উঠেছে বেজে চারিদিকে
          বিদ্রোহী তানে মুখরিত সবই।


সকল জড়তা ভেঙে, রুদ্ধ বাক ছেড়ে
          ধরেছি সময়ের রুদ্রধ্বনি,
আমি ছিলেম জড়, অসাড় হয়েছি আজ
           বিপ্লবের ধুমকেতু, শনি।


উঠেছে আজ মহাধ্বনি,মহাকালের নিমিত্তে
              সেই মহাবিপ্লব ;
আজ ধ্বনিত উচ্চার কণ্ঠে অন্যায়ের
              বিরুদ্ধে কলরব।