আমার দেশের নরম,শীতল মাটি,
সে যে সোনার চেয়েও অধিক খাঁটি।
কত ঐতিহ্য,স্মৃতিতে রয়েছে ঘেরা-
এখানে ঘুমিয়ে আছে পূর্বপুরুষেরা।


এখানে বিচরন করে গেছে কত জন,
কত যে আত্মার আত্নীয়,কত স্বজন।
তাদের পদচিহ্ন মুছে গেলো জানি,
তবুও হাজার বছর ধরে আছে স্বরণী।


এ মাটি যুগ,যুগ ধরে হয়েছে শত্রুর ঘাঁটি,
বীর বাঙালির উদ্যম সাহসে,গিয়েছে হটি।
কত ঘূর্ণিঝড়,জলোচ্ছ্বাস হয়েছে গত,
এখানে মারী হানা দিয়েছে অবিরত।


বৈদেশি কত লোভী চোখ দিয়েছে নজর,
তাদের দৃষ্টিতে চষে গেছো কত প্রহর।
কত সংগ্রাম,বাঁধা,তুমি পড়েছ সম্মুখে,
কত রক্তস্রোত বয়ে গেছে তোমার বুকে।


তবুও তোমার সদা উচ্চ রহিছে শীর,
তুমি তো সবার পরম শান্তি,সুখের নীড়।
তুমি তো সবুজের বুকে লাল পতাকা,
তুমিই তো যুগে,যুগে বিজয়ের স্বপ্ন আঁকা।


তুমি তো আমার শুরু থেকে শেষ ঘাঁটি,
ওগো আমার প্রিয় দেশের প্রিয় মাটি।