সামনে শত্রু পিছনে পিঠে ঠেকা
           শক্ত দেয়াল,
চারিদিকে শত্রুর হানা দুপাশে
           লৌহ জাল।
হে মানব!যাবে কোথা তুমি সবদিকে
              বিপদ,
তোমার পলায়নের বন্ধ হয়েছে
             সব পথ।
আরও তুমি যাবে পিছে? ভাঙিবে
              কি বাঁধ?
নয়তো মরিবে শত্রুর অশ্রতলে
            খাবে আঘাত।
বন্ধু বাঁধায় আছে শক্তি শত্রু
             করো ছিন্ন,
নয়তো খানিক পড়ে তুমি হয়ে যাবে
               নিশ্চিহ্ন।