আজই বাংলার দ্বারে, দ্বারে,
হানা দেয় দুঃখ বারে বারে।
জানি আজকে সবে একযোগে,
"অশান্তি"নামক রোগে ভোগে।


সবই যেন কেমন নির্জীব,মলিন,
কোথায় গেল হারিয়ে সে দিন?
কোন সে কোন দুখের হাওয়া?
কেড়ে নিলো স্বপ্ন,সুখের ছাওয়া।


এখন তাই একেলা,ব্যথিত মনে,
ঘুরছি সুখের সন্ধানে,এই ক্ষনে