জাগো হে তারুণ্য! জাগো
স্বপ্ন পৃথিবী নব চিত্রে আঁকো,
তোমরা করিবে রুপায়ন
আর সময় নষ্ট করিও না'কো।


এ ধরা জেনো আজ,শুধুই
বিশৃঙ্খল,অরাজকতায় ভরা,
সে সব দূর করে স্বপ্নময়ে
ফের সাজাও বসুন্ধরা।


এসেছ হে তারুণ্য!আজ,
করিতে সৃজন,ধরিতে আগামী হাল,
এখন এসেছে সময় তুলে
দিলাম পৃথিবী তরীর ছেঁড়া পাল।


তোমাদের-ই নিতে হবে
করিতে হবে তরী পার,
যতই থাকুক ঝড়,বৃষ্টি
যতই থাকুক জোয়ার।


আর নয় অবহেলা কোন,
নয় আর অযথা সময় নষ্ট,
হে আগামীর স্বপ্ন মানুষ
এখনও বুঝনি,তুমি পথভ্রষ্ট।


তারুন্য!আর রইও না'ক ঘুমে
এসেছে সময়,নিজেকে কর পরীক্ষা,
ছিঁড়িয়া গেলে পাল,কিভাবে
ধরিবে হাল?আজই করো সে শিক্ষা।