আজ গড়তে এসেছি।
আকাশ জোড়া মেঘ করিলে ভয়ে যারা কাঁপে
তীব্র ঝড়ো দমকা হাওয়ায় যাদের হৃদয় দাপে
নিষ্পেষিত বুভুক্ষুরা নিষ্পেষণের ত্রাসে
বিষ্ফোরিত চক্ষু মেলে দেয়ালে পিঠ ঠাসে
অত্যাচারের দহন যাদের হৃদয় পোড়ে বেশি
তাদের বক্ষে শক্তি সাহস গড়তে এসেছি-
আজ গড়তে এসেছি।


পুঁজিপতির পুঁজির বহর বাড়ছে লাগামছাড়া
নিষ্পেষিত গরীব বেটা ধুকছে তাদের দ্বারা
হাড়ভাঙ্গা আর ঘামঝরা সব পরিশ্রমের ফল
চুষছে সবই জোঁকের মতন অট্টালিকার দল
শ্রমজীবী ঐ মানুষ মাঝে তৃষ্ণা পেয়েছি
প্রতিবাদের আগুন তাতে জ্বালতে এসেছি-
আজ গড়তে এসেছি।


সমাজতন্ত্রের নামে যেন পুঁজিবাদের জয়
গণতন্ত্রের নামে দেখি স্বৈরশাসন হয়
জনগণের শাসন বলে জনগণের বুকে
বুলেট বোমা লাঠির আঘাত সা সা করে ঢোকে
এমন আওয়াম পাশে আজি ভিড়তে এসেছি
স্বৈরনীতি প্ররিরোধে শ্লোগান লিখেছি-
আজ গড়তে এসেছি।


একশর মাঝে নিরানব্বই সম্পদ একের হাতে
এক শতাংশ সম্পদ নিয়ে নিরানব্বই মাতে
মারামারি হানাহানি বুভুক্ষা যায় বেড়ে
তবুও তারা সম্পদশালী নিচ্ছে আরো কেড়ে
লক্ষ লক্ষ মানুষ আজি না খেয়ে মরে হায়
লক্ষ আরো মানুষ মরে পাইতে একটু ঠাঁয়
দুনিয়াজোড়া গরীব দুখীর শুমার করেছি
তাদের বক্ষে প্রতিরোধের অঙ্কুর বুনেছি-
আজ গড়তে এসেছি।


আজ অধিকারের পক্ষে আমি হাতটা তুলেছি
শ্রমজীবী মানুষ সবের দুঃখ সয়েছি
মিথ্যামোহ ধনীর জুলুম রুখতে এসেছি
সত্য ন্যায় আর স্বাধীনতা গড়তে এসেছি-
আজ গড়তে এসেছি।
আজ গড়তে এসেছি!